নেটফ্লিক্সে নতুন রেকর্ড

৯ জুলাই, ২০১৯ ০৮:৩৫  
মাত্র চার দিনে একটি সিরিজ ৪ কোটি ৭ লাখ মানুষ দেখেছে। তাও আবার স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে। এতো কম সময়ে বিশাল সংখ্যাক ভিউ আগে হয়নি। ফলে নেটফ্লিক্সের জন্য নতুন রেকর্ড তৈরি করে দিয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস ৩’। শুধু ৪ কোটি ৭ লাখ মানুষ দেখাই নয়, ১ কোটি ৪২ লাখ মানুষ ইতিমধ্যে পুরো সিজনটি শেষ করেছে। ধারণা করা হচ্ছে সাপ্তাহিক ছুটি শেষে এই রেকর্ড সংখ্যাটি আরও বেড়ে যাবে। যেসব গ্রাহক কোনো এপিসোড কিংবা মুভির কমপক্ষে ৭০ শতাংশ দেখে তখনই নেটফ্লিক্স সেটিকে ভিউ হিসেবে গণনা করে। ফলে প্রকাশিত সংখ্যার চেয়ে আরও অনেকেই হয়তোবা সিরিজটি দেখেছেন, কিন্তু পছন্দ না হওয়া কিংবা ভিন্ন কারণে কমপক্ষে ৭০ শতাংশ দেখেন নাই। কোম্পানির পক্ষ থেকে অবশ্য অঞ্চলভিত্তিক দর্শকের সংখ্যা প্রকাশ করা হয়নি। ডিবিটেক/বিএমটি